ত্বক মানুষের সৌন্দর্যের বিকাশ ঘটায় । একটা ছেলে ও মেয়ের মধ্যে আকর্ষণ বা দেখা দেখি ,ভাল লাগা এই ত্বকেরই কারণ । যদিও বিষয়টি আর একটু আছে । আজকের আলোচনার বিষয় সেটা না । এই সৌন্দর্যকে ধরে রাখতে ত্বকের যত্নের প্রয়োজন। আপনি কি আপনার ত্বকের যত্ন নিচ্ছেন ? কিংবা তলব দেখে বুঝা যাচ্ছে যে আপনি বুড়া বা বুড়ি হয়ে যাচ্ছেন ? মূলত অল্প বয়সে এ রকম হওয়ার পেছনে কিছু ভুল কাজকর্ম রয়েছে। তাহলে কি সেগুলো ? আসুন জেনে নেই।
১.রাসায়নিক পিল অব মাস্ক: আপনি কি আপনার ত্বকের উজ্জ্বলতার জন্য রাসায়নিক পিল অব মাস্ক ব্যবহার করছেন ? তাহলে আপনি ভুল করছেন। কেননা এতে যে পরিমাণ গ্লাইকোলিক এসিড থাকে ত্বককে বুড়ো বানিয়ে দিতে সক্ষম । শুধু তাই নয় র্যাশ পর্যন্ত দেখা দেয় ।
২. মেক আপ: মেয়েরা সাধারণত সাজগোজ পছন্দ করেন। কিন্তু আপনি কি জানেন আপনার এই সাজগোজের পিছনে কতবড় ক্ষতি লুকিয়ে আছে ? প্রকৃতির উপর হাত দিলে যা হয় আর কি ? মেকআপ করেছেন তাই নিয়েই যদি ঘুমিয়ে যায় তাহলেতো ত্বকের সর্বনাশ হবেই । মেকআপে ব্যবহার করা ব্রাশগুলো পরিষ্কার রাখা উচিত।
৩.পাতি লেবুর রস: অনেকেই ত্বকের সৌন্দর্যের জন্য পাতি লেবুর রস ব্যবহার করে থাকেন। কিন্তু এরকম ভুল এখন থেকে আর করবেন না। কেননা ত্বকে জ্বালাপোড়া করা থেকে শুরু করে ,র্যাশ,এলার্জি দেখা দিতে পারে । সাময়িক উপকার পেলেও ক্ষতিটা অনেক হতে পারে ।
এছাড়াও ব্রণ উঠানোর চেষ্টা করা , ঘুমানোর আগে মুখ পরিষ্কার না করা এগুলো ত্বক বুড়িয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ায়। তাই এ ভুলগুলো থেকে দূরে থাকুন। ত্বককে সতেজ রাখুন।