একজন মানুষ কতজনের চেহারা মনে রাখতে পারে ?

স্মৃতি শক্তি মানুষের মস্তিষ্কের সাথে সরাসরি যুক্ত । যার মাথায় সমস্যা‌ আছে‌ সে অনেক কিছুই মনে রাখতে পারে না । মস্তিষ্কের সমস্যা মানুষের সবচেয়ে বড় সমস্যা - এটা হচ্ছে আমার অভিমত । এই মস্তিষ্কের সাহায্যে মানুষ সবকিছু মনে রাখে ।‌‌       


                             


Memory

              

               


আমাদের শৈশব শুরু হয় আমাদের অনেক কাছের মানুষের দেখে । কিন্তু কত জানের চেহারা আমরা মনে রাখতে পারি ‌ ? কেউ কি বলতে পারি ? শৈশবকে ঘিরে কত চেনা অচেনা মানুষ দেখে থাকি আমরা । শৈশব থেকে কিশোর ,কিশোর থেকে বেড়ে উঠে যুবক । তথাপি স্কুল থেকে কলেজ ,তারপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সহপাঠী বা বাইরের মানুষদের সাথে দেখা আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার । কিন্তু আমরা কত জনের চেহারা মনে রাখতে পারি ? 






তবে এর উত্তর জানলে আপনি অবাক হবেন । গবেষণা বলছে , একজন মানুষ ৫ হাজার জনের চেহারা মনে রাখতে পারে । আরোও বলা‌ হয়েছে , মানুষের মুখ চিনে নেয়ার ক্ষমতা অনেক ।  






ব্যক্তিগত জীবন ও পারিপার্শ্বিক জীবন থেকে কতজনের চেহারা মনে রাখা যায় তার উপর গবেষণা করেন সেই বিশেষজ্ঞ দল । মানুষের যেহেতু চিনে নেওয়ার ক্ষমতা আছে তথাপি একজন মানুষ কত জনের চেহারা মনে রাখতে পারে তা ওই গবেষণা নির্দিষ্ট ভাবে জানা যায় নি ।  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম