আমাদের দৈনন্দিন জীবনে আমরা কতই না খাবার খাই । কিন্তু সব খাদ্যই সবসময় আমাদের জন্য উপকারী কিংবা ক্ষতিকর ? আজকের আলোচনার বিষয়বস্তু হলো নারীদের জন্য অস্বাস্থ্যকর খাবার। তাহলে চলুন শুরু করা যাক ।
১. ভাজা দ্রব্য : অনেক নারীই চিপস, ফ্রাইড রাইস, ফ্রাইড নুডলস অর্থাৎ এ রকম আরও কিছু ভাজা জাতীয় জিনিস খেতে পছন্দ করেন । কিন্তু জানেন কি এই ভাজা জাতীয় দ্রব্য খাবারের ফলে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিসের দেখা দেয় । তাই কম খান
২. অ্যালকোহল: অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা কে না জানে ? অ্যালকোহল নারীদের জন্য বড়সড় ক্ষতির কারণ হয়ে থাকে । কেননা অ্যালকোহল নারীর স্বাস্থ্য ছাড়াও গোপনাঙ্গের জন্য ক্ষতিকর ।
৩. মিষ্টি: মিষ্টি আমরা অনেকেই পছন্দ করি । কিন্তু অতিরিক্ত মিষ্টি খাবার স্বাস্থ্যের পক্ষে হানিকর । আবার কোন নারী যদি অধিক পরিমাণে মিষ্টি খান তাহলে তার গোপনাঙ্গে সংক্রমণের মাত্রা বেড়ে যেতে পারে ।
৪. ব্রকলি : আপনি কি চাইবেন যে আপনি যে খাদ্য খান তা দ্বারা আপনার ক্ষতি হউক কিংবা আপনার গোপনাঙ্গে দুর্গন্ধের সৃষ্টি হউক । ব্রকলি তার একটি । ব্রকলি স্বাস্থ্যের জন্য উপকারী হওয়া সত্ত্বেও নারীদের জন্য ভালো নয় ।
৫. পিঁয়াজ: পিঁয়াজকে আমরা মশলা হিসেবে খাই।কিন্তু অতিরিক্ত খাবারের ফলে নিঃশ্বাসে দুর্গন্ধের সৃষ্টি হয়। শুধু মেয়েই না ছেলেদের ক্ষেত্রেও একই কথা। আবার মেয়েদের গোপনাঙ্গে দুর্গন্ধের সৃষ্টি করে।