বাংলাদেশ ছয় ঋতুর দেশ । শীত, গ্রীষ্ম নিয়েই আমাদের পথ চলা । তীব্র শীত বা গরমের কারণে আমাদের জীবন থেমে থাকেনা । তাই বলে কি শীত ,গরম থেকে কি সতর্ক থাকব না । আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে নিউমোনিয়া ।
আর শীতে অনেক ঠান্ডা জনিত রোগ দরজায় কড়া নাড়ে । তার মধ্যে এই নিউমোনিয়া একটি । ফুসফুস, শ্বাসতন্ত্র নিউমোনিয়ার শিকার হয় । তাহলে বলা যায় ফুসফুসে জীবাণু সংক্রমণজনিত রোগকে নিউমোনিয়া বলে । ফুসফুস সংক্রমণ হওয়ার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে।
কিভাবে ছড়ায় : রোগ ছড়ানোর একটা মাধ্যম থাকে । সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া,এমনকি টিবির জীবাণুর মাধ্যমে ছড়ায় ।
নিউমোনিয়ার লক্ষণ গুলো কি কি ?
লক্ষণ: যে লক্ষণ দেখে বুঝা যাবে আপনার নিউমোনিয়া হতে চলেছে । তাহলে কি সেই লক্ষণ গুলো ? চলুন জেনে নিই।
১. প্রথম যে লক্ষণের কথা বলব সেটা হল জ্বর জ্বর ভাব । পরবর্তীতে প্রচন্ড আকার ধারণ করতে পারে।
২. ক্লান্ত হয়ে যাওয়া
৩. শ্বাস কষ্ট
৪. বুক ব্যথা করা
৫. প্রচন্ড ঘাম হওয়া
৬. কাশি
৭. আরেকটি কমন লক্ষণ হলো মাথা ও মাংসপেশী ব্যথা
৮. বমি বমি ভাব ইত্যাদি।
এছাড়াও আরও অনেক লক্ষণ আছে । এই লক্ষণ গুলো মূলত দেখা যায় ।
নিউমোনিয়া হলে করণীয় কি ?
১. প্রথমেই বলব কুসুম গরম পানি দিয়ে গোসল করুন । ঠান্ডা পানি থেকে দূরে থাকুন।
২. যে কোন প্রকারের ধোঁয়া থেকে দূরে থাকুন
৩. সবথেকে গরম যেটি আর সেটি হল ধুমপান থেকে দূরে থাকা । নিজেও খাবেন না ,আর অন্যে খেলেও তার কাছে যাবেন না ।
৪. চিকিৎসকের শরণাপন্ন হন। আর কিছু ভ্যাকসিন আছে সেগুলো নিতে পারেন ।