নখ আমাদের শরীরের সৌন্দর্যের একটি । এ নখ থাকার কারণে আমরা হাতে জোর পাই । যে কোন কিছু ধরার জন্য এই নখের অবদান রয়েছে। তাইতো নখের যত্ন নেওয়া প্রয়োজন। নখের যত্নের মধ্যে একটি হল নখ কাটা ।
নখ কাটা সুন্দর হলে দেখতে ভালো দেখায় । এমনকি নখের স্বাস্থ্যের জন্য ভালো। তাই নখ কিভাবে কাটবেন তা আগে বলি ।
কিভাবে নখ কাটবেন : অনেকেই নখ কাটতে গিয়ে বিপত্তি ঘটায়। নখ এত গভীর ও চিকন করে কেটে ফেলে যে নখের নিচের চামড়া বের হয়ে যায়। এতে রক্তও ঝরতে পারে। নখ কাটার আগে কুসুম গরম পানিতে কিছুক্ষণ হাত ও পা ভিজিয়ে রাখলে নখ নরম হবে। নখ কখনোই খুব চিকন ও গভীরে কাটা ঠিক না।
ধারালো নেইল কাটার ব্যবহার করবেন, কখনোই ব্লেড দিয়ে নখ কাটবেন না। নখ শুকিয়ে যাওয়ার পর নেইল শেপার দিয়ে পছন্দ মতো শেইপ করে নিন।
নখ ভেজা থাকা অবস্থায় কখনও নেইল শেপার ব্যবহার করবেন না। এতে নখ খাঁজ কাটা হয়ে যাবে এবং শুকানোর পর নখ অমসৃণ ও ভেঙে যাবে। নেইল শেপার দিয়ে এমনভাবে শেইপ করতে হবে যেন নখের মাথা মসৃণ হয়।
যত্ন নিয়ে নখ না কাটলে নখের কোনা আঙ্গুলের মাংসের মধ্যে রয়ে যেতে পারে তা মাংসের মধ্যে বড় হতে হতে ইনফেকশন ঘটে যেতে পারে। তাই নখ কাটায় মনোযোগ দিন ।